জুড়ী উপজেলার গোয়ালবাড়ীতে মাত্র একশত টাকার বিনিময়ে বসত ঘরের টিন পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের শামীম আহমদের ছেলে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তারেক আহমদ (১২) গত বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বিকালে পাশ্ববর্তী গ্রামের লুৎফুর রহমানের বাড়িতে একশত টাকার বিনিময়ে বসত ঘরের টিন পরিষ্কার করতে যায়। টিন পরিষ্কারের সময় টিনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খাঁন জানান, লোকমুখে শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বাদ জুমা ওই শিক্ষার্থীর জানাযা ছিল, তবে আমি জানাযার নামাজে শরীকও হয়েছি।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সততা নিশ্চত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই জুমার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে।