জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার ক্ষমতাচুত্য হওয়ার আশঙ্কায় জকিগঞ্জ গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। এমন অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক আ.ফ.ম ওহিদ উদ্দিনের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির রং ও ফ্রেইম নষ্ট হয়ে গেছে। তাই ছবিটি বাইন্ডিং করার জন্য সরানো হয়েছে। দু-একদিনের মধ্যে আবারো টানানো হবে।’

কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত রয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ছবি তার অফিস কক্ষ থেকে সরিয়ে ফেলেন। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় আসলেও তিনি প্রধানমন্ত্রীর ছবি টানানো থেকে বিরত রয়েছেন।’

এ প্রসঙ্গে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্কুলের অফিস কক্ষে টানাতে বার বার প্রধান শিক্ষককে তাগদা দিলেও তিনি এখন পর্যন্ত কেন প্রধানমন্ত্রীর ছবি অফিসে টানাননি তা জানা নেই।’

জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘এমন ঘটনা হওয়ার কথা না। হয়তো প্রধানমন্ত্রীর ছবির রং নষ্ট হয়ে গেছে তাই ছবি পরিবর্তনের জন্য সরানো হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।