গোলাপগঞ্জ পৌরসভা উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাবেল বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮ টা থেকে ৪ পর্যন্ত ভোটগ্রহন শেষে সন্ধ্যা নির্বাচন রিটার্নিং অফিসার মো. খোরশেদ আলম ফলাফল ঘোষনা করেন।

আমিনুল ইসলাম রাবেল ৪হাজার ১’শত ৫৫ ভোট পান, তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু ৩ হাজার ৯ শত ৫৭টি ভোট পান।

এছাড়া গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) মোট ভোট পান ৩ হাজার ৫’শত ৯৮ ভোট। অপর প্রার্থী মহিউস সুন্নাহ চৌধুরী নার্সিস ৩ হাজার ৪শত ৫৮ ভোট পান।

পৌরসভায় মোট ভোট সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।

এদিকে, সকাল ১১টার দিকে উপ-নির্বাচনে আ‘লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুর সমর্থকদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর এলাকার নুরুপাড়া রঙ্গাই বিছরা এলাকার মকছুদ হোসেন বাবুলের দুই পুত্র মুন্না আহমদ ও মান্না আহমদ আহত হন।

খবর পেয়ে র‌্যাব-বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাপগঞ্জ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম জানান, সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।।