জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী কিংবদন্তি আইয়ুব বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ চিরতরে বিদায় নিয়েছেন বাংলা ব্যান্ড সংগীতের এ জনপ্রিয় শিল্পী।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই কন্ঠশিল্পী। তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ছিলেন। আইয়ুব বাচ্চুর হাত ধরে এ দেশীয় ব্যান্ড সংগীত অনন্য মাত্রা পেয়েছে। সেই আশির দশক থেকে আজ অবধি গানের সুরে ও কথায় তিনি মন জয় করে নিয়েছেন বাঙালি হৃদয়। জনপ্রিয় হয়ে উঠেন দেশে বিদেশে। ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।