বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার দ্বিতীয় সংযোগ সেতু কানলী সেতুতে শাহবাজপুর থেকে আসা একটি বরযাত্রিবাহী গাড়ি আটকে দেয় পরিবহণ শ্রমিকরা।  পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বরযাত্রিদের একজন এ ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে পরিবহণ শ্রমিক জাহাঙ্গিরসহ অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  আজ রবিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থা্নীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি আটকে দেয়ার এক পর্যায়ে বরযাত্রিদের মধ্য থেকে একজন ভিডিও ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে জাহাঙ্গীর হোসেন নামের এক পরিবহণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তার মাথায় আঘাত লেগে ফেটে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে তাকে আশংকাজনক অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পরিবহণ শ্রমিক জাহাঙ্গির হোসেন ছাড়াও আরো ৬/৭ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থান পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে বলে জানা গেছে।